Print Date & Time : 11 September 2025 Thursday 11:37 pm

সেন্ট মার্টিন থেকে ফিরেছেন আটকে পড়া পর্যটকরা

প্রতিনিধি, কক্সবাজার : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাব কেটে যাওয়ায় সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকরা অবশেষে দুদিন পর টেকনাফে ফিরেছেন। গতকাল শনিবার বিকালে কেয়ারী সিন্দবাদ জাহাজে করে নিরাপদে টেকনাফ পৌঁছান তারা। বিষয়টি নিশ্চিত করেছেন সি-ক্রোজ অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর।

তিনি বলেন, বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় শনিবার সকাল সাড়ে ৯টায় কেয়ারী সিন্দবাদ জাহাজ টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা দেয়। পরে বেলা সাড়ে ১১টায় সেন্ট মার্টিনে জেটিঘাটে পৌঁছায় জাহাজটি। এরপর বিকাল ৩টায় আটকে পড়া চার শতাধিক অন্য পর্যটকদের নিয়ে বিকাল ৫টায় টেকনাফের দমদমিয়া ঘাটে পৌঁছায়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকদের ফেরাতে একটি জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। পরে সেই জাহাজে করে দ্বীপে আটকে পড়া পর্যটকরা টেকনাফে ফিরে আসেন।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, দ্বীপে আটকে পড়া পর্যটকরা ৩টায় দ্বীপ থেকে টেকনাফের উদ্দেশে রওনা হন। তাদের এতক্ষণে টেকনাফে পৌঁছানোর কথা।

প্রসঙ্গত, গত বুধবার নি¤œচাপের প্রভাবে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়। পরে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজসহ নৌযান চলাচল বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। শুক্রবার বিকেলে আবহাওয়া অধিদফতর সতর্ক সংকেত প্রত্যাহার করে নেয়। ফলে শনিবার সকালে আবার জাহাজ চলাচল শুরু হয়।