সেন্সরে যাচ্ছে মিলন মমর ‘আলতাবানু’

শোবিজ ডেস্ক: কথাসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে তৈরি হয়েছে ‘আলতাবানু’ চলচ্চিত্র। চিত্রনায়ক আনিসুর রহমান মিলন ও চিত্রনায়িকা জাকিয়া বারি মম অভিনীত এ ছবিটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। নির্মাতা জানান, শিগগিরই আলতাবানু ছবিটি সেন্সরে জমা পড়বে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই মুক্তির অনুমতিপত্র হাতে পেতে পারে ‘আলতাবানু’।

গেল বছরের জুলাই মাসে ‘আলতাবানু’ ছবির শুটিং শুরু হয়। টানা শুটিংয়ের মাধ্যমে ছবির কাজ শেষ করা হয়েছিল। ‘আলতাবানু’র শুটিং হয় মানিকগঞ্জের ঘিওর উপজেলার কালিগঙ্গা নদীর পাড়ে। মিলন-মম ছাড়াও অভিনয় করেছেন মামুনুর রশিদ, দিলারা জামান, রাইসুল ইসলাম আসাদ, ফারজানা রিক্তা, আহসানুল হক মিনু।

আলতা ও বানু নামের দুই বোনের জীবনের নানা ঘটনা নিয়ে এগিয়েছে এই ছবির গল্প। আলতা চরিত্রে অভিনয় করেন মম এবং বানু চরিত্রে অভিনয় করেন ফারজানা রিক্তা। শুটিং ও ডাবিং ছাড়া আলতাবানু ছবির যাবতীয় পোস্ট প্রডাকশনের কাজ করা হয় মাদ্রাজে।

মম বলেন, বর্তমান সময়ের অনেক ছবি থেকে এ ছবিতে আমার চরিত্রের ধরন ভিন্ন বলে মনে হয়েছে। আমি তো ভালো কাজের অপেক্ষায় ছিলাম। ‘আলতাবানু’ তেমনই একটি ছবি। আমার বিশ্বাস, ছবিটি দর্শক পছন্দ করবেন। সংখ্যা নয়, দর্শক মনে রাখে ভালো কাজের কথা।

আলতাবানু প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। শোনা যাচ্ছে, এপ্রিল মাসে মুক্তি পেতে পারে মিলন-মম জুটির এই ছবিটি।