Print Date & Time : 30 August 2025 Saturday 3:13 pm

সেপ্টেম্বরে কালনা ও চীন-বাংলা মৈত্রী সেতুর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : বহুল প্রতীক্ষিত কালনা ফোরলেন সেতু ও বেকুটিয়ায় অষ্টম চীন-বাংলা মৈত্রী সেতুর উদ্বোধন এ বছরের সেপ্টেম্বরেই হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু দুটি উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার (১২ জুলাই) সচিবালয়ে নিজ কার্যালয়ে ঈদ-পরবর্তি প্রথম কার্যদিবসে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় এ কথা জানান মন্ত্রী।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উলাহ নুরী, বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, মেট্রোরেল প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 সেতুমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে ৪ লেনকে ৬ লেনে উন্নীতকরনের উদ্যোগ নেয়া হয়েছে।  এ সময় তিনি চলমান নির্মাণাধীন প্রকল্পের কাজগুলো দ্রæত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। 

সিলেটসহ অন্য জেলায় বন্যার কারণে যেসব রাস্তায় ক্ষতি হয়েছে সেগুলো দ্রুত মেরামতেরও নির্দেশনা দেন ওবায়দুল কাদের। নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি।

এছাড়া,  চলতি বছরের ডিসেম্বরেই মেট্রোরেলের প্রথম ভাগের নির্মাণকাজ শেষ হতে পারে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।