নিজস্ব প্রতিবেদক: আগামী মাস থেকে রাইসব্রান অয়েল বাণিজ্যিক উৎপাদন শুরুর ঘোষণা দিলেও উৎপাদনে যেতে পারছে না পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রতিষ্ঠান এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, এমারাল্ড অয়েলের পরিচালনা পর্ষদ আগামী ১ সেপ্টেম্বর থেকে কারখানায় পুরোদস্তুর রাইসব্রান অয়েলের বাণিজ্যিক উৎপাদন শুরুর সিদ্ধান্ত জানিয়েছিল; কিন্তু তা এখন সম্ভব হচ্ছে না। কভিড-১৯-এর কারণে সারা দেশে ২৩ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন থাকায় প্রয়োজনীয় লাইসেন্সের নিবন্ধন বা নবায়ন করা সম্ভব হয়নি তাদের। একই সঙ্গে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের দায়বদ্ধতার রি-শিডিউলিং এবং শেয়ার হস্তান্তরের কার্যক্রম দেরি হয়েছে। অতএব, কোম্পানিটির সমস্যা সমাধানে আরও কিছুদিন সময় লাগবে। এ কারণে আগামী ১ সেপ্টেম্বর থেকে উৎপাদন কার্যক্রম শুরু হচ্ছে না বলে জানিয়েছে তারা। পরবর্তীতে সমস্যার সমাধান হলে উৎপাদন শুরুর কার্যক্রমের তারিখ জানিয়ে দেয়া হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে কোম্পানিটি জানিয়েছিল, তারা প্রতিদিন ৩৩০ মেট্রিক টন রাইসব্রান জোগান দেয়ার সক্ষমতা নিয়ে উৎপাদনে যাচ্ছে। একই সঙ্গে প্রতিদিন ৪৮ টন রাইসব্রান অয়েল এবং ২৮২ টন দি অয়েলড রাইসব্রান (ডিওআরবি) উৎপাদনের সক্ষমতা রয়েছে তাদের।
এদিকে গতকাল কোম্পানিটির শেয়ারদর শূন্য দশমিক ৯১ শতাংশ বা ৩০ পয়সা কমে ৩২ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়। যার সমাপনী দরও ছিল একই।
‘জেড’ ক্যাটেগরির কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তাদের ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৫৯ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৩৩ কোটি ৮৩ লাখ টাকা। কোম্পানিটির পাঁচ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ৫০০ শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৩৮ দশমিক ২৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১২ দশমিক শূন্য ছয় শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৪৯ দশমিক ৬৮ শতাংশ শেয়ার।
সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ৯ দশমিক ৮৫ এবং হালনাগাদ অনিরীক্ষিত ইপিএসের ভিত্তিতে ২৭৩ দশমিক ৩৩।
সর্বশেষ ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা ৩৩ পয়সা এবং শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ২৩ পয়সা।