Print Date & Time : 28 August 2025 Thursday 5:29 pm

সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ৯.১ শতাংশ : পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দেশে সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ১ শতাংশ ছিল বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ মঙ্গলবার (১১ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে দেশের পণ্য ও সেবার দাম অনেক বেড়েছে। একা বাংলাদেশের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অসম্ভব।

অসাধু ব্যবসায়ীরা এ দুরাবস্থার সুযোগে নিত্যপণ্য মজুদ করছে বলেও মন্তব্য করেন তিনি। পণ্য সরবরাহের পথে কোনো বাধা দেয়ার চেষ্টা করা হলে সরকার তা সহ্য করবে না বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, নিত্যপণ্যের বাজারে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।