Print Date & Time : 30 August 2025 Saturday 1:54 am

সেরা এয়ারলাইন নির্বাচনে মতামত জরিপ শুরু

শেয়ার বিজ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী এয়ারলাইনগুলোর মধ্য থেকে ১৯টি সেবা ক্যাটেগরিতে সেরা এয়ারলাইন নির্বাচনের লক্ষ্যে শুরু হয়েছে মাসব্যাপী অনলাইন ভোটিং কার্যক্রম। বাংলাদেশ মনিটর পরিচালিত মতামত জরিপ কার্যক্রমে টাইটেল স্পন্সর হিসেবে সহযোগিতা করছে অনলাইন ট্রাভেল এজেন্সি শেয়ারট্রিপ। পার্টনার হিসেবে যুক্ত হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) এবং গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম সাবরি।

২০২২-২৩ সালে সর্বনি¤œ চারবার এয়ার ট্রাভেল করেছেন এমন যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি অনলাইনে (যঃঃঢ়ং://নধহমষধফবংযসড়হরঃড়ৎ.পড়স.নফ/ঢ়ড়ষষ২০২৩) তার মতামত দিতে পারবেন। ভোট প্রদানের শেষ তারিখ ২০ আগস্ট। এবার যেসব ক্যাটেগরিতে ভোট দেয়া যাবে তার মধ্যে রয়েছেÑসেরা বিজনেস শ্রেণি, সেরা ইকোনমি শ্রেণি, বিজনেস শ্রেণিতে সেরা মিল, ইকোনমি শ্রেণিতে সেরা মিল, সেরা ইনফ্লাইট বিনোদন ব্যবস্থা, সেরা ইনফ্লাইট সেবা (ইকোনমি শ্রেণি), সেরা ইনফ্লাইট সেবা (বিজনেস শ্রেণি), সেরা লয়ালটি (ফ্রিকোয়েন্ট ফ্লায়ার) প্রোগ্রাম, সেরা আঞ্চলিক এয়ারলাইন, সেরা দূরপাল্লার এয়ারলাইন, সেরা সার্বিক গ্রাহক অভিজ্ঞতা, বাংলাদেশে সেরা এয়ারপোর্ট লাউঞ্জ, সেরা বাজেট এয়ারলাইন, কার্গো এয়ারলাইন অব দ্য ইয়ার এবং এয়ারলাইন অব দ্য ইয়ার। এ ছাড়া দেশি এয়ারলাইনগুলোর জন্য আলাদা চারটি ক্যাটেগরিতে ভোট দেয়া যাবে। এগুলো হলোÑসেরা অনটাইম পারফরম্যান্স, সর্বাধিক গ্রাহকবান্ধব এয়ারলাইন, সেরা ইনফ্লাইট সেবা এবং সেরা দেশীয় এয়ারলাইন।

আগামী ১৮ সেপ্টেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত গালা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিজয়ী এয়ারলাইনগুলোর নাম ঘোষণা করা হবে। বিভিন্ন সামাজিক এবং পেশাজীবী গ্রুপের সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের বিচারক প্যানেল প্রাপ্ত ভোটের ভিত্তিতে বিজয়ীদের বির্বাচন করবেন।

ভ্রমণবিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটরের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হলো এয়ারলাইন অব দ্য ইয়ার। এটি ২০০৭ সালে এটি প্রবর্তন করা হয় এবং এ বছর দশম বারের মতো এটি অনুষ্ঠিত হচ্ছে।