Print Date & Time : 7 July 2025 Monday 6:59 pm

সেরা দর্শনীয় স্থান প্রকাশ ন্যাশনাল জিওগ্রাফিকের

শেয়ার বিজ ডেস্ক: ভ্রমণের জন্য ২০২৫ সালে বিশ্বের সেরা ২৫টি দর্শনীয় জায়গার তালিকা প্রকাশ করেছে ন্যাশনাল জিওগ্রাফিক। যুক্তরাষ্ট্রের তিনটিসহ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার বেশ কয়েকটি স্থান এই তালিকায় জায়গা পেয়েছে। ছুটির মৌসুমে তালিকাটি সহায়ক হবে বলে মনে করছেন ন্যাট জিও সম্পাদক স্টারলাইট উইলিয়ামস।

তালিকায় প্রথম সারিতে থাকা জায়গাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সুইডেনের স্টকহোম আর্কিপেলাগো। নতুন ইলেকট্রিক হায়ড্রোফয়েল, সেইলবোট আর কায়াক ভ্রমণের সঙ্গে সাঁতার কাটা আর স্কিয়িংয়ের জন্য আদর্শ জায়গা হতে পারে এটি।
কভিড-১৯ মহামারির কারণে চার বছর বিরতি দিয়ে আবারও চালু হয়েছে মালয়েশিয়ার বিলাসবহুল ট্রেন সার্ভিস ‘ইস্টার্ন অ্যান্ড ওরিয়েন্টাল এক্সপ্রেস’। শহর আর বনাঞ্চলের মাঝ দিয়ে ছুটে চলা ট্রেনে আশপাশের দারুণ সব দৃশ্য উপভোগের সুযোগ পাবেন দর্শনার্থীরা। এছাড়া রোমাঞ্চপ্রিয়দের জন্য তালিকায় উঠে এসেছে গুয়েতেমালার অ্যান্টিগুয়া আইল্যান্ডের কিছু সক্রিয় আগ্নেয়গিরির নাম।

বিরল গাছপালা, অসংখ্য হ্রদ আর প্রাকৃতিক ঝরনার সমারোহে যুক্তরাষ্ট্রের অন্যতম থিম পার্ক ‘ওকালা ন্যাশনাল ফরেস্ট’। বিস্তীর্ণ সবুজের মাঝে প্রকৃতির সান্নিধ্যে নিয়ে যাওয়ার মতো দারুণ জায়গা ফ্লোরিডার এই বন। ন্যাট জিওর সেরার তালিকায় উঠে এসেছে এটিও।

ছুটিতে ঘুরতে সাগর যাবেন, না কি পাহাড়ে, এমন সিদ্ধান্তহীনতারও সমাধানও এনেছে ন্যাশনাল জিওগ্রাফিক। একই জায়গায় একসঙ্গে দুই ধরনের অনুভূতি পেতে পর্যটকদের অন্যতম পছন্দ হতে পারে ইন্দোনেশিয়ার রাজা অ্যাম্পাট দ্বীপপুঞ্জ।
এছাড়া তালিকায় উঠে এসেছে মেক্সিকোর সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত নগর ‘গুয়াদালাহারা’। রং-বেরঙের সাজসজ্জা আর চোখধাঁধানো ঐতিহাসিক সব ভবন আর ভাস্কর্যে ঠাসা এই পুরো শহরটি।