Print Date & Time : 22 July 2025 Tuesday 10:04 pm

সেরা পারফর্মারদের পুরস্কৃত করল পদ্মা ব্যাংক

জীবনের ঝুঁকি নিয়ে করনা মহামারিতেও ব্যাংকের অগ্রগতিতে অবদান রাখায় সেরা ২০ কর্মীকে পুরস্কৃত করেছে পদ্মা ব্যাংক লিমিটেড। সম্প্রতি রাজধানীর গুলশান হেড অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ পুরস্কার তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. এহসান খসরু। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী, বিজনেস হেড জাবেদ আমিন, সিএফও মো. শরিফুল ইসলাম, এসইভিপি ল’ অ্যান্ড রিকভারি ফিরোজ আলম, রিটেইল ব্যাংকিং অ্যান্ড এসএমই বিজনেস হেড খন্দকার জীবানুর রহমানসহ বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি