সেরা সংগঠনের পুরস্কার পেল শিল্পকলা একাডেমি

 

শোবিজ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের সেরা সংগঠনের পুরস্কার পেল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০ বছরপূর্তি উদ্যাপন উপলক্ষে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ‘ঙঁঃংঃধহফরহম ড়ৎমধহরুধঃরড়হ ধধিৎফ’ পুরস্কারটি গ্রহণ করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়েছে। গত শুক্রবার একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের রাষ্ট্রদূত লি জিমিং। সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে চীন-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদূঢ় হবে বলে জানিয়েছেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। তিনি আরও বলেন, চীন সরকারের সহযোগিতায় এরই মধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ২০ শিশুশিল্পী অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ নিয়েছে। এই শিল্পীরা এখন সারা দেশে অ্যাক্রোবেটিক প্রদর্শনী করছে।