Print Date & Time : 12 August 2025 Tuesday 7:20 pm

সেরা ৩৩ করদাতাকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক: ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ কর দেয়ার জন্য বিশেষ সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)। বৃহৎ করদাতা ইউনিটের আওতাধীন ছয়টি ক্যাটেগরিতে ৩৩ প্রতিষ্ঠানের কাছে সম্মাননা স্মারক ও ক্রেস্ট দেয়া হয়। গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সেরা করদাতাদের হাতে সম্মাননা তুলে দেন।

বৃহৎ করদাতা ইউনিটের কর কমিশনার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য (কর নীতি) মো. আলমগীর হোসেন ও সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোহাম্মদ গোলাম নবী।

নানা ক্যাটেগরিতে বৃহৎ করদাতা ইউনিটের সেরা কর দানকারীদের নিয়ে বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে এনবিআর। ব্যাংকিং ক্যাটেগরিতে সম্মাননা পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, আল আরাফাহ্, ইসলামী ব্যাংক লিমিটেড, এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড ও প্রাইম ব্যাংক লিমিটেড।

সেবা ও অন্যান্য খাতে সম্মাননা পেয়েছে গ্রামীণফোন লিমিটেড, শেভরন বাংলাদেশ ব্লক থার্টিন অ্যান্ড ফোর্টিন লিমিটেড ও এমজেএল বাংলাদেশ লিমিটেড। নন-ব্যাংকিং আর্থিক খাতে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড। বিমা খাতে সম্মাননা পেয়েছে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও সাধারণ বিমা করপোরেশন।

ম্যানুফ্যাকচারিং খাতের মধ্যে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিকালস লিমিটেড, শেখ আকিজ উদ্দিন লিমিটেড, উত্তরা মোটরস লিমিটেড, উত্তরা অটো মোবাইলস লিমিটেড, পারফেক্ট টোব্যাকো কোম্পানি লিমিটেড, নেসলে বাংলাদেশ লিমিটেড, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিকালস লিমিটেড এবং অলিম্পিক লিমিটেড সম্মাননা পেয়েছে।

উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ ক্যাটেগরিতে সম্মাননা পেয়েছে বাংলাদেশ ব্যাংক লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড ও তিতাস গ্যাস কোম্পানি লিমিটেড।