প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী): পবিত্র রমজান উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অল ইন ওয়ান ’৮৯’-এর পক্ষ থেকে সহস্রাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ওই খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অল ইন ওয়ান ’৮৯-এর আহ্বায়ক ও সৈয়দপুর পৌর কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পু। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব জিএম কামরুল হাসান শামীম ও সদস্য ডা. মো. আবু সাঈদ টিটু। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের খাদ্যসামগ্রী বিতরণ কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম ডলার, সদস্য এজাজ আহমেদ, ফারুক তালুকদার, আব্দুস সালাম, শাহীন আক্তার, শাহানাজ বেগম ঝর্ণা, এমআরএ মানিক, হারুন-অর-রশিদ, সেকেন্দার আলী, শাবাহাত আলী সাব্বু, অ্যাডভোকেট সুজাউদ্দৌলা সুজা, নুর মোহাম্মদ, মতিয়ার রহমান প্রমুখ।

Print Date & Time : 11 September 2025 Thursday 3:26 pm
সৈয়দপুরে খাদ্য সহায়তা
সারা বাংলা ♦ প্রকাশ: