প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী): পথচারী ও যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সৈয়দপুরে সড়কের ওপর দোকানপাট এবং ফুটপাত দখলমুক্ত অভিযান চালিয়েছে সৈয়দপুর ট্রাফিক বিভাগ ও পৌরসভা। গতকাল সোমবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ওই অভিযান পরিচালনা করা হয়। দুই ঘণ্টাব্যাপী চলা এ অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর ট্রাফিক বিভাগের শহর ও যানবাহন পরিদর্শক মো. জাকির হোসেন এবং মো. মাহফুজার আলম।
অভিযান চলাকালে শহরের শহিদ ডা. জিকরুল হক সড়ক, শহিদ ডা. শামসুল হক সড়ক (মাছ বাজার রোড), শহিদ তুলশীরাম সড়ক, শেরেবাংলা সড়ক, বঙ্গবন্ধু সড়ক, গোয়াল পাড়া কলাহাটি সড়ক এবং বঙ্গবন্ধু চত্বরের বিমানবন্দর সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট অপসারণ করা হয়। এছাড়া মানুষজনের চলাচলের জন্য ফুটপাত দখলমুক্ত করা হয়।
এদিকে ট্রাফিক বিভাগ ও পৌরসভার যৌথ উদ্যোগে ফুটপাত এবং সড়কের ওপর বসানো দোকানপাট উচ্ছেদ কর্মসূচিতে ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ীরা তাদের মালামাল নিজেরাই সরিয়ে নেয়। এ সময় ট্রাফিক বিভাগ ও পৌরসভার পক্ষ থেকে ভবিষ্যতে যাতে সড়কের ওপর এবং ফুটপাতে দোকান বসানোসহ মালামাল না রাখতে দোকান মালিক ও ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অভিযান চলাকালে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. নুরুল হক, ট্রাফিক সার্জেন্ট মো. আশরাফ কোরায়শী ও সাদেকুর রহমান সুজন, টাউন সাব ইন্সপেক্টর আব্দুল খালেকসহ থানা পুলিশ সদস্য ও পৌরসভার বাজার পরিদর্শন বিভাগের মো. ঈশা মিঠুসহ পৌরসভার অন্যরা।
অভিযান প্রসঙ্গে শহরের লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর অভিভাবক নতুন বাবুপাড়ার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, আমার সন্তানকে স্কুল থেকে বাসায় নিয়ে আসার জন্য প্রতিদনই দুপুরে স্কুলে যেতে হয়। কিন্তু সড়কের ওপর দোকান এবং ফুটপাতে দোকান বসানোসহ দোকানের মালামাল রাখার কারণে অনেক কষ্টে মানুষজনকে চলাচল করতে হয়। মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দা চাকরিজীবী ইয়াসমিন আরা বলেন, সড়কের দুই পাশে ফাঁকা জায়গা ও ফুটপাতে দোকান বসানো এবং দোকানের মালামাল রাখায় মানুষজন বাধ্য হয়ে সড়কের মাঝখান দিয়ে চলাচল করছে। এক্ষেত্রে অনেক সময় দুর্ঘটনাও ঘটছে। তারা ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান। সমাজকর্মী আশরাফুল বলেন, শহরের অটোরিকশা, রিকশা ও রিকশাভ্যান চালকরা ট্রাফিক আইন মানতেই চান না।
তারা তাদের যানবাহন সড়কের ওপর যত্রতত্র করে দাঁড় করিয়ে রাখায় মানুষজনের চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটে। তিনি ফুটপাট দখলমুক্ত অভিযানে ট্রাফিক বিভাগকে অভিনন্দন জানিয়ে তাদেরকে আরও তৎপরতা বাড়ানোর আহবান জানান।
ফুটপাত দখলমুক্ত অভিযান প্রসঙ্গে জানতে চাইলে সৈয়দপুর ট্রাফিক বিভাগের শহর ও যানবাহন পরিদর্শক মো. জাকির হোসেন ও মো. মাহফুজার আলম বলেন, এটা আমাদের রুটিন কাজ। ট্রাফিক বিভাগ সৈয়দপুর শহরকে যানজটমুক্ত করতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। তারা বলেন, এখন থেকে নিয়মিত চলবে এ অভিযান। এক্ষেত্রে যদি পৌরসভা সার্বিকভাবে এগিয়ে আসে তাহলে শহরের যানজট অনেকটাই কমে যাবে।