সৈয়দপুরে ভেজালবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজালবিরোধী অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ভেজালবিরোধী অভিযানে কোনো ধরনের অনুমোদন ছাড়াই ভেজাল ঘি, অত্যন্ত নোংরা, অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি এবং ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্যতালিকা না টাঙানোর অভিযোগে ওই জরিমানা আদায় করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সৈয়দপুর শহরের গোলাহাট এলাকায় জুয়েল ডেইরি ফার্ম নামের একটি প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের কোনো রকম অনুমোদন ছাড়া ভেজাল ঘি এবং অত্যন্ত নোংরা, অস্বাস্থ্যকর ও অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে নি¤œমানের উপকরণ ব্যবহার করে মিষ্টি তৈরি করা হচ্ছিল। গতকাল সকালে বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মো. সামসুল আলমের নেতৃত্বে সেখানে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিএসটিআইয়ের কোনো অনুমোদন না নিয়ে ভেজাল ঘি এবং অত্যন্ত নোংরা, অস্বাস্থ্যকর ও অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরির ঘটনাটি হাতেনাতে ধরা পড়ে। পরে  প্রতিষ্ঠানের মালিক মো. জুয়েলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গোলাহাট বাজারে দেলোয়ার স্টোরে পণ্যের মূল্যতালিকা না টাঙানোর অভিযোগে মালিককে এক হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সামসুল আলম এ জরিমানা করেন।

এ সময় সৈয়দপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আলতাফ হোসেন সরকার, থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আব্দুস সালামসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সামসুল আলম জানান, তাদের অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রম চলছে। আগামীতে তাদের বাজার তদারকি তথা ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।