Print Date & Time : 10 September 2025 Wednesday 12:28 pm

সৈয়দপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে হেলাল চৌধুরী ও তিয়াস স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২২-এর দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। শহরের মুন্সিপাড়া খেজুরবাগ প্রিন্স স্পোর্টিং ক্লাব আয়োজিত টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় আরামবাগ স্পোর্টিং ক্লাব বনাম ইসলামবাগ স্পোর্টিং ক্লাব পরস্পরের মুখোমুখি হয়। এতে ইসলামবাগ স্পোর্টিং ক্লাব ৪-০ গোলে আরামবাগ স্পোর্টিং ক্লাবকে হারায়।

এর আগে গত শুক্রবার বেলা ৩টায় সৈয়দপুর শহরের খেজুরবাগ মুন্সিপাড়া ঈদগাহ ও খেলার মাঠে হেলাল চৌধুরী ও তিয়াস স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন।

ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর পৌরসভা মেয়র রাফিকা আক্তার জাহান বেবী, সৈয়দপুর পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর কাজী জাহানারা বেগম, অবসরপ্রাপ্ত উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. গোলাম মোস্তফা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. এমদাদুল হক।

প্রিন্স স্পোর্টিং ক্লাবের সভাপতি মোখলেছুর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑএলাকার সুধীজন অবসরপ্রাপ্ত আর্মি মুজিবুর রহমান বাবু, মো. মকছুদ আলমসহ আরও অনেকে। এ টুর্নামেন্টে সর্বমোট ১৬টি ফুটবল দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ভোরের শিশির (রেল মাঠ) দল বনাম একতা স্পোর্টিং ক্লাব পরস্পরের মুখোমুখি হয়। এতে ভোরের শিশির দল ২-১ গোলে একতা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়।