প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী) : মুক্তিযুদ্ধে বন্দিদশায় নিহত শহিদদের স্মরণে গতকাল বুধবার নীলফামারীর সৈয়দপুরে স্থানীয় শহিদ দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের নিহত স্থানীয় শহিদদের স্মরণে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতি বছর ১২ এপ্রিল দিবসটি পালিত হয়ে আসছে।
এদিন সকালে শহরের শহিদ ডা. জিকরুল হক সড়কে অবস্থিত শহিদ স্মৃতি অম্লান চত্বরে জাতীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শহিদ দিবসের কর্মসূচি শুরু হয়। পরে শহিদের সন্তানদের সংগঠন রক্তধারা ৭১ ও প্রজš§’ ৭১ সৈয়দপুর শাখা, উদীচী শিল্পীগোষ্ঠী ও যুব মৈত্রী, তুলশীরাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়সহ বেশকিছু সংগঠনের পক্ষ থেকে শহিদ স্মৃতি অম্লানে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শহিদদের স্মরণে শহিদ অম্লান চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য বলেন বিশিষ্ট নাট্য নির্মাতা রেজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মির্জা সালাউদ্দিন বেগ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রজš§ ৭১ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, উপজেলা আওয়াম লীগের সহসভাপতি প্রকৌশলী রাশেদুজ্জামান রাশেদ, প্রজš§’৭১ সৈয়দপুর শাখার সভাপতি প্রকৌশলী মঞ্জুর হোসেন, শহীদ সন্তান সাংবাদিক এম আর আলম ঝন্টু প্রমুখ।