Print Date & Time : 10 September 2025 Wednesday 11:46 pm

সৈয়দপুরে শিক্ষক কল্যাণ সমিতির সভা

প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সংগঠনের নির্বাহী কমিটির আয়োজনে শহরের বাঙালিপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই সাধারণ সভা হয়।

এতে অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তাজুল ইসলাম মণ্ডল। শিক্ষা অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সহসভাপতি মো. শাহজাহান মণ্ডল সভায় স্বাগত বক্তব্য দেন।

এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সোনালী ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখার ব্যবস্থাপক মো. মাহামুদুজ্জামান, রূপালী ব্যাংক সৈয়দপুর শাখার ব্যবস্থাপক মো. মাসুদ রানা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমিন প্রধান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর নিরঞ্জন কুমার শীল, প্রধান শিক্ষক মাহফুজার রহমান মাহফুজ ও সহকারী শিক্ষক আমিনুর রহমান বিপু প্রমুখ।