Print Date & Time : 29 July 2025 Tuesday 9:47 pm

সৈয়দপুরে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

 প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী) : নীলফামারীর সৈয়দপুরে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০০ ছাত্রীর মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ওই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে ওই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী শিক্ষার্থীদের হাতে  তুলে দেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আজমল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেনÑসৈয়দপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, নীলফামারী জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান লিটন, সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু প্রমুখ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৈয়দপুর উপজেলা পরিষদের চলতি ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় উপজেলার চারটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০০ ছাত্রীর মধ্যে ওই স্যানিটারি ন্যাপকিন প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলোÑবোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর মহিলা ডিগ্রি মহাবিদ্যালয় ও চওড়া মাধ্যমিক উচ্চ বিদ্যালয়।

উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী জানান, পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হবে।