প্রতিনিধি, সৈয়দপুর: নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন গরিব চিকিৎসাসেবার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার শহরের নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
সকালে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন শহরের বিশিষ্ট চিকিৎসক ও স্বেচ্ছাসেবী সংগঠন গরিব চিকিৎসাসেবার উপদেষ্টা ডা. শেখ নজরুল ইসলাম, সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পু, সাবেক পৌর কমিশনার একেএম এহসানুল হক ও গরিব চিকিৎসাসেবার সংগঠনের সভাপতি মো. হাফিজুর রহমান প্রমুখ। এ সময় গরিব চিকিৎসাসেবা সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহাজাদা আহম্মেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ডা. শেখ নজরুল ইসলামের নেতৃত্বে ডা. মো. রাইসুল কবির, ডা. মাহেরুখ সাদী হেনা ও ডা. মো. রায়হান তারেক রোগীদের চিকিৎসাসেবা দেন। ক্যাম্পে আগত ২০০ রোগীর পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও বিনা মূল্যে ওষুধ প্রদান করা হয়।