সৈয়দপুরে সড়কে ঝুঁকিপূর্ণ গাছ, দুর্ঘটনার শঙ্কা

 

শেয়ার বিজ প্রতিনিধি, সৈয়দপুর:নীলফামারীর সৈয়দপুর শহরের ব্যস্ততম বিমানবন্দর সড়কের পাশে রেলওয়ের জমিতে মৃতপ্রায় শিরীষগাছ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যেকোনো সময় এর মরা ডাল ভেঙে পড়ে দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। এদিকে অধিক ঝুঁকিপূর্ণ গাছটি অপসারণের জন্য সৈয়দপুর পৌরসভার পক্ষ থেকে রেলওয়ে কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু রেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রকাশ করেছেন এলাকাবাসী।

সূত্র জানায়, শহরের বিমানবন্দর সড়ক খুবই ব্যস্ততম। এ সড়ক দিয়ে বিমানবন্দর, সেনানিবাস, আর্মি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রেলওয়ে হিসাব দফতর, রেলওয়ে অফিসার্স কলোনি, উপজেলা পরিষদ, ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সরকারি কারিগরি কলেজ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বেসরকারি শিশু শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন জনপদের মানুষ নিত্যদিন যাতায়াত করেন। একইভাবে চলাচল করে অসংখ্য যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহন। এছাড়া ঝুঁকিপূর্ণ গাছটির সড়কের দুপাশে রয়েছে শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান।

রেলওয়ে অফিসার্স কলোনির সীমানা ঘেঁষে বেশ কিছু পুরোনো গাছ রয়েছে। এর মধ্যে সড়ক ঘেঁষে থাকা শতবর্ষী শিরীষগাছটি ধীরে ধীরে মরে যাচ্ছে। ইতোমধ্যে এর অনেক ডালপালাও শুকিয়ে গেছে। বিশেষ করে গাছটি সড়কের ওপর বিপজ্জনকভাবে হেলে পড়ায় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। এ সড়কে চলাচল করতে গিয়ে আতঙ্কে থাকতে হয় সবাইকে।

এলাকার একাধিক ব্যবসায়ী জানান, গাছটির কারণে সব সময় আতঙ্কের মধ্যে আছেন তারা। ঝুঁকিপূর্ণ গাছটি যদি অবিলম্বে অপসারণ করা না হয়, তাহলে যেকোনো সময় জানমালের ক্ষতির আশঙ্কা রয়েছে। এলাকার একাধিক বাসিন্দা জানান, রেলওয়ে কর্তৃপক্ষ শহরের অনেক ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ করলেও ওই সড়কের গাছটি দীর্ঘদিনেও অপসারণ করেনি। ফলে ঝুঁকি নিয়ে তাদের যাতায়াত করতে হচ্ছে। ওই এলাকার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী জানায়, প্রতিদিনই তাদের এ সড়ক দিয়ে স্কুল-কলেজে যেতে হয়। ভয় হয় গাছটির নিচ দিয়ে যেতে। তারা ঝুঁকিপূর্ণ গাছটি কেটে ফেলার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দাবি জানায়।

সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার জানান, এলাকাবাসীর অভিযোগ পেয়ে গাছ অপসারণে রেল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। তিনিও গাছটি দুর্ঘটনার হুমকি বলে মন্তব্য করেন।