সৈয়দপুর রুটে নভোএয়ারের ফ্লাইট বৃদ্ধি

 

যাত্রীচাহিদা বাড়ায় উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে সৈয়দপুর রুটে ফ্লাইট বৃদ্ধি করছে নভোএয়ার। আগামী ১ আগস্ট থেকে সৈয়দপুর রুটে প্রতিদিন পাঁচটি করে ফ্লাইট পরিচালনা করবে দেশের অন্যতম শীর্ষস্থানীর বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। বর্তমানে সৈয়দপুর রুটে প্রতিদিন চারটি করে ফ্লাইট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেসরকারি বিমান সংস্থাটি।
নভোএয়ার জানায়, ঢাকা থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টা ও ১০টা এবং বিকাল ৪টা ও সন্ধ্যা ৬টায় সৈয়দপুরের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যায়। একইভাবে সৈয়দপুর থেকে প্রতিদিন সকাল ৯টা ও সাড়ে ১১টা এবং বিকাল সাড়ে ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসে। নতুন ফ্লাইটটি বেলা ১টায় সৈয়দপুরের উদ্দেশে এবং দুপুর আড়াইটায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।
নভোএয়ার বর্তমানে একমুখী যাত্রায় চট্টগ্রাম রুটে সর্বনিম্ন দুই হাজার ৫০০ টাকা, কক্সবাজার তিন হাজার ৯০০ টাকা, সৈয়দপুর দুই হাজার ৭০০ টাকা, যশোর দুই হাজার ৭০০ টাকা, সিলেট দুই হাজার ৭০০ টাকা, বরিশাল দুই হাজার ৭০০ টাকা, রাজশাহী
দুই হাজার ৭০০ টাকা এবং কলকাতা রুটে (দ্বিমুখী) ১১
হাজার ৩০০ টাকায় যাত্রী পরিবহন করছে। বিজ্ঞপ্তি