সোনাগাজীতে হচ্ছে বীজ উৎপাদন খামার

 

 

 

 

ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে ৩৫০ কোটি টাকা ব্যয়ে স্থাপিত হচ্ছে দেশের বৃহত্তম বীজ উৎপাদন খামার। উপজেলার চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরদরবেশ মৌজার ৬২৬ একর জমিতে এ বীজ উৎপাদন কেন্দ্র স্থাপিত হবে। গত বুধবার কৃষি মন্ত্রণালয়ের অধীনে বিএডিসির বাস্তবায়নে প্রস্তাবিত প্রকল্পের স্থান পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদ হোসেন। এ সময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।

তিনি জানান, প্রস্তাবিত প্রকল্পে হর্টিকালচার উদ্যান, মাল্টি ফার্ম, সাইক্লোন শেল্টার, বিদ্যালয়, আলু, ডাল, সরিষা বীজ সংরক্ষণে আধুনিক স্টোরেজ থাকবে। প্রকল্পে সেচ ব্যবস্থাপনার জন্য চার একর জমিতে খনন করা হবে দুটি দিঘি। প্রকল্প এলাকায় পানি নিষ্কাশনের সুবিধার জন্য প্রশস্ত খাল খনন করা হবে। গভীর নলকূপের মাধ্যমে প্রকল্প

এলাকায় খরা মৌসুমে পানি সরবরাহ করা হবে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বিএডিসির মহাব্যবস্থাপক নুর মোহাম্মদ মণ্ডল, অতিরিক্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ আজহার, বিএডিসির পরামর্শক প্ল্যানার ড. মোহাম্মদ আজিজ, বৃহত্তর নোয়াখালীর উপ-পরিচালক মাহমুদুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) বিদর্শী সম্বোধী চাকমা, কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম দুলাল প্রমুখ।