Print Date & Time : 8 August 2025 Friday 7:44 am

সোনাদিয়ায় ফিশিং ট্রলারে দস্যুদের হানা

শেয়ার বিজ ডেস্ক: কক্সবাজার সোনাদিয়া দ্বীপের চ্যানেলে গতকাল বুধবার বঙ্গোপসাগরের মাছের ট্রলারে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন।

আহত জাহাঙ্গীর জানান, অস্ত্রধারী ১২ থেকে ১৪ জন জলদস্যু ট্রলারযোগে সাগরের গুলিদার নামক স্থানে মাছ ধরারত অবস্থায় আমাদের ট্রলারের ওপর হামলা চালায়। এ সময় আমাদের ট্রলারের মাছ ও জাল নিয়ে পালিয়ে যায় জলদস্যুরা।

মায়ের দোয়া নামের ট্রলারের চালক জানান, ট্রলার নিয়ে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে যাই। মাছ ধরারত অবস্থায় জলদস্যুরা আমাদের ট্রলারসহ দুটি ট্রলারের মাঝিমাল্লাদের ওপর হামলা চালায়। ট্রলারের মাছ, জাল, ডিজেল, মোবাইলসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় জলদস্যুরা।

মহেশখালী দ্বীপের মায়ের দোয়া ট্রলারের মালিক আমির হোসেন জানান, জলদস্যুদের হামলায় জাগির হোসেন, এন্ডা মিয়া, শামশু আলম, জাহাঙ্গীর, তারেক, সুলতান, হোসনসহ ১৫ জেলে আহত হয়েছেন।

আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। আরও চারজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকালে আহত অবস্থায় তাদের পুলিশ উদ্ধার করে। 

মহেশখালী-কুতুবদিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, যে এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে সেটা আমাদের নাগালের বাইরে। তবে জলদস্যুদের চিহ্নিত করার চেষ্টা চলছে।