Print Date & Time : 30 July 2025 Wednesday 1:06 pm

সোনামসজিদ দিয়ে ভারতে আটকেপড়া বাংলাদেশিদের প্রবেশ শুরু

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চেকপোস্ট দিয়ে ভারতে আটকেপড়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের দেশে প্রবেশ শুরু হয়েছে।

গতকাল বুধবার দুপুরে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ভারত যাত্রী প্রবেশ করায়। এ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে গতকাল ২৪ জন যাত্রী প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছেন সোনামসজিদ ইমিগ্রেশন অফিসার জাফর ইকবাল ও সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।

প্রথমদিন যাত্রীদের শুধু স্ক্রিনিং করে হোটেলে রাখা হবে। আজ (বৃহস্পতিবার) কভিড-১৯ টেস্ট করা হবে বলে জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েরা খানম।

জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে ১৪ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে। তাদের নির্ধারিত হোটেলে রাখার ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া কভিড পজিটিভ শনাক্ত হলে তাদের চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হবে। তবে ভারত থেকে আগত যাত্রীদের থাকা-খাওয়াসহ যাবতীয় খরচ নিজেদেরই বহন করতে হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

তিনি আরও জানান, ভারতে আটকেপড়া বাংলাদেশিদের আগামী ২৩ মে প্রবেশ করার কথা থাকলেও হঠাৎ এ চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন বাংলাদেশি নাগরিকদের প্রবেশ করান।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বী জানান, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে, যাতে কেউ পালিয়ে যেতে না পারে।