প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের সময় ৭টি স্বর্ণের বার ও নগক টাকাসহ একজনকে আটক করেছে বিজিবি ৫৯ ব্যাটালিয়নের সদস্যরা।
শুক্রবার (২১ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে সোনামসজিদ ইমিগ্রেশন সেন্টার থেকে ভারতে ঢোকার সময় জিরো পয়েন্টে বিজিবি সদস্যরা হামিদুল হকের শরীর তল্লাশি করে ৭টি স্বর্ণের বার ও দুই দেশের বিপুল পরিমাণ নগক টাকাসহ তাকে আটক করা হয়। আজ শনিবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন রহনপুন ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
আটককৃত ব্যক্তি হলেন, রাজশাহী জেলার বোয়ালিয়া উপজেলার রাণীনগর গ্রামের মৃত বেলাল উদ্দীনের ছেলে হামিদুল হক (৬১)।
রহনপুন ব্যাটালিয়নের (৫৯ বিজিবি)অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, গোপন সূত্রে জানান সোনামসজিদ চেক পোস্ট দিয়ে ভারতে বিপুল পরিমাণ স্বর্ণ ও টাকা পাচার হবে। এ সংবাদের ভিত্তিতে সোনামসজিদ ইমিগ্রেশন সেন্টার থেকে ভারতে প্রবেশ পর্যন্ত বিজিবির টহল বাড়ানো হয়। বিকেল সাড়ে ৫ টার দিকে বাংলাদেশী পাসপোটধারী ভারতগামী এক ব্যক্তিকে সন্দেহ হলে বিজিবি চেকপোস্টে তল্লাশী শুরু করে ব্যাটালিয়নের দায়িত্বরত সদস্যরা। তল্লাশির এক সময় আন্ডারওয়্যারের বেল্টের ভেতরে অভিনব কায়দায় বহনকৃত ৭টি স্বর্ণের পাওয়া যায়। যার ওজন ৭১১ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় ৭৪ লাখ ১১ হাজার টাকা। সেই্ সাথে তার কাছ থেকে ভারতীয় ৫ হাজার ৮শ রুপি ও বাংলাদেশী ১৮ হাজার ৪০০ টাকা সহ তাকে হাতেনাতে আটক করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামিদুল হক জানান, সে দীর্ঘদিন যাপন এ কাজের সাথে জড়িত। এ ঘটনায় শিবগঞ্জ থানায় হামিদুল হকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে গত ১০ জুন একই স্থানে ৪টি স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়েছে।