সোনারগাঁও ইউনিভার্সিটিতে শহিদ দিবস ও মাতৃভাষা দিবসের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ইউনিভার্সিটির (এসইউ) গ্রিন রোড ক্যাম্পাসে গতকাল বুধবার মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।

সোনারগাঁও ইউনিভার্সিটি আয়োজিত ‘বাংলাদেশ ও বাঙালি জাতির ইতিহাসে বায়ান্ন-এর ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এতে প্রথম ধাপে ১০ জন শিক্ষার্থীকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। তাদের মধ্যে ৩ জনকে পুরস্কার ও সার্টিফিকেট দেয়া হয়। প্রথম হয়েছেন ইয়ানূর ঝুমকী, দ্বিতীয় নুসরাত জাহান বৃষ্টি ও তৃতীয় স্থান লাভ করেন জিনিয়া পারভীন।

পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল বাশার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসইউ’র সাবেক ট্রেজারার ও ব্যবসায় প্রশাসনের অধ্যাপক মো. আল-আমিন মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনÑকলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. এম এ মাবুদ, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক আবুল কালাম ও রেজিস্ট্রার এস এম নূরুল হুদা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক কাজী জুলকারনাইন সুলতান আলম।