Print Date & Time : 10 September 2025 Wednesday 6:57 pm

সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সোনালী ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সোনালী ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল অনুষ্ঠিত হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেড ও সোনালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। সভায় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান, সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক ও সোনালী ব্যাংকের ডিএমডি মো. মুরশেদুল কবীর, মহাব্যবস্থাপক সুভাষ চন্দ্র দাস, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব শিহাব উদ্দিন আহমদ, সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও মো. শওকত জাহান খান প্রমুখ। বিজ্ঞপ্তি