সোনালী ব্যাংক লিমিটেডের যুক্তরাষ্ট্রের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইনকরপোরেটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা গত রোববার প্রতিষ্ঠানটির নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত করপোরেট অফিসে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদ ও সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইনকরপোরেটেডের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। সভায় অন্যদের মধ্যে সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইনকরপোরেটেডের পর্ষদ সদস্য ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম, পর্ষদ সদস্য মো. আতাউর রহমানসহ অন্যান্য সদস্য এবং সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইনকরপোরেটডের সিইও দেবশ্রী মিত্র উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
