আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল সোনালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ের সব নারী কর্মীকে ফুল দিয়ে বরণ করা হয় এবং অনুষ্ঠান শেষে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিএমডি মো. মুরশেদুল কবির, মো. মজিবর রহমান ও সঞ্চিয়া বিনতে আলী এবং মো. কামরুজ্জামান খান জেনারেল ম্যানেজার মো. রেজাউল করিম ও মো. নুরুন নবী, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নারী কর্মীরা। বিজ্ঞপ্তি
