Print Date & Time : 12 September 2025 Friday 9:37 pm

সোনালী ব্যাংকের ১৬তম বার্ষিক সাধারণ সভা

সোনালী ব্যাংক পিএলসির ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। সভায় অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মো. শাহ আলম, ব্যাংকের শেয়ারহোল্ডার ও পরিচালক ড. দৌলতুন্নাহার খানম, মোল্লা আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ড. মো. কায়কোবাদ, ড. আবুল কালাম আজাদ, গোপাল চন্দ্র ঘোষ, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম ও কোম্পানি সচিব তাওহিদুল ইসলাম অংশ নেন। এছাড়া শেয়ারহোল্ডার ও পরিচালক এবিএম রুহুল আজাদ ও ইশতিয়াক আহমেদ চৌধুরী ভার্চুয়াল মাধ্যমে সভায় অংশ নেন। বিজ্ঞপ্তি