সোনালী ব্যাংক লিমিটেডের আয়োজনে ব্যাংকের তদন্তকারী কর্মকর্তাদের জন্য দু’দিনব্যাপী তদন্তবিষয়ক প্রশিক্ষণ গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ের আইটি ল্যাবে শুরু হয়। প্রশিক্ষণ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম। এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদ সদস্য এবিএম রুহুল আজাদ, মোল্লা আবদুল ওয়াদুদ, ডিএমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম, আইন পরামর্শক মো. বারেকুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ব্যাংকের বিভিন্ন বিভাগ ও নিয়ন্ত্রণকারী কার্যালয়ের ২০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। বিজ্ঞপ্তি
