Print Date & Time : 7 July 2025 Monday 1:40 pm

সোনালী ব্যাংকে তদন্তবিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

সোনালী ব্যাংক লিমিটেডের আয়োজনে ব্যাংকের তদন্তকারী কর্মকর্তাদের জন্য দু’দিনব্যাপী তদন্তবিষয়ক প্রশিক্ষণ গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ের আইটি ল্যাবে শুরু হয়। প্রশিক্ষণ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম। এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদ সদস্য এবিএম রুহুল আজাদ, মোল্লা আবদুল ওয়াদুদ, ডিএমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম, আইন পরামর্শক মো. বারেকুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ব্যাংকের বিভিন্ন বিভাগ ও নিয়ন্ত্রণকারী কার্যালয়ের ২০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। বিজ্ঞপ্তি