Print Date & Time : 8 July 2025 Tuesday 10:46 pm

সোনালী ব্যাংক ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে চুক্তি

সোনালী ব্যাংক লিমিটেড ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে অনলাইন ব্যাংকিং সেবা-সংক্রান্ত একটি চুক্তি গতকাল স্বাক্ষরিত হয়। চুক্তিতে সোনালী ব্যাংকের পক্ষে মহাব্যবস্থাপক সুভাষ চন্দ্র দাস এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষে অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কাজী জাকির হোসেন স্বাক্ষর করেন। কাজী জাকির হোসেনের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের ডিএমডি মো. মজিবর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑমহাব্যবস্থাপক মো. আব্দুল কুদ্দুসসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাহী, কর্মকর্তা এবং শিক্ষকরা। এ চুক্তির ফলে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বেতন, ফি ও চার্জ সোনালী ব্যাংকের অনলাইন সেবার মাধ্যমে পরিশোধ করতে পারবে। বিজ্ঞপ্তি