Print Date & Time : 28 July 2025 Monday 12:47 am

সোনালী ব্যাংক ও তেজগাঁও মহিলা কলেজের মধ্যে চুক্তি স্বাক্ষর

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে বিবিধ ফি ও চার্জ আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেড এবং তেজগাঁও মহিলা কলেজের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ের সভা কক্ষে স্বাক্ষরিত চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম ও তেজগাঁও মহিলা কলেজের পরিচালনা পরিষদের সভাপতি আবু আহমেদ। অন্যদের মধ্যে সোনালী ব্যাংকের ডিএমডি নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সঞ্চিয়া বিনতে আলী, সুভাষ চন্দ্র দাস, মীর মোফাজ্জল হোসেন, কাজী মো. ওয়াহিদুল ইসলাম, পারসুমা আলম, তেজগাঁও মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম, ব্যাংকের জেনারেল ম্যানেজার তাওহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি