সোনালী ব্যাংক ও বদরুন্নেসা কলেজের মধ্যে চুক্তি স্বাক্ষর

সোনালী ব্যাংক লিমিটেড ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের মধ্যে অনলাইন সেবা-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা মো. আতাউর রহমান প্রধান এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ অধ্যাপক সাবিকুন নাহার স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ডিএমডি মো. মুরশেদুল কবীর, নিরঞ্জন চন্দ্র দেবনাথ, মো. মজিবর রহমান, সঞ্চিয়া বিনতে আলী ও মো. কামরুজ্জামান খান, জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস ও মো. আব্দুল কুদ্দুস প্রমুখ। বিজ্ঞপ্তি