সোনালী ব্যাংক লিমিটেড ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন আরবান রেজিলিয়েন্স প্রজেক্টের আওতায় ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেমের (ইসিপিএস) বিবিধ ফি-চার্জ সোনালী ব্যাংকের নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে আদায়করণের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ের সভা কক্ষে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান ও রাজউকের চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজউকের আরবান রিসাইলেন্স প্রজেক্টের পরিচালক আবদুল লতিফ হেলালী, সোনালী ব্যাংকের ডিএমডি মো. মুরশেদুল কবীর প্রমুখ। বিজ্ঞপ্তি

Print Date & Time : 11 September 2025 Thursday 10:34 am
সোনালী ব্যাংক ও রাজউকের মধ্যে চুক্তি স্বাক্ষর
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: