Print Date & Time : 30 August 2025 Saturday 3:03 am

সোপা অ্যাওয়ার্ড পেলেন শফিকুল আলম

শেয়ার বিজ ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানো বিষয়ে সাহসী প্রতিবেদন প্রকাশের স্বীকৃতি হিসেবে ‘সোসাইটি অব পাবলিশার্স ইন এশিয়া (সোপা) অ্যাওয়ার্ডস ২০২৫’ পেয়েছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি’র সাবেক ঢাকা ব্যুরো প্রধান শফিকুল আলম।

বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে দায়িত্বরত রয়েছেন তিনি। গত বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে পুরস্কার প্রাপ্তির বিষয়টি জানান এই সাংবাদিক।

শফিকুল আলম লেখেন, ‘আমার জন্য বড় খবর। বাংলাদেশ বিপ্লব ও শেখ হাসিনার দেশত্যাগের ব্রেকিং নিউজ কভারেজের জন্য ‘সম্মানসূচক স্বীকৃতি’ পেয়েছি।’
পোস্টে তিনি সোপা’র দেয়া সনদের একটি ছবিও যুক্ত করেন, যেখানে তার পুরস্কারপ্রাপ্তির বিষয়টি উল্লেখ রয়েছে।

জুলাইয় গণ-অভ্যুত্থানের সময় অ্যাজেন্স ফ্রান্স-প্রেস (এএফপি)’র ঢাকা ব্যুরো প্রধান ছিলেন শফিকুল আলম। সে সময় গণ-আন্দোলনের মধ্যে শেখ হাসিনার আকস্মিক দেশত্যাগ নিয়ে তার প্রকাশিত এক্সক্লুসিভ প্রতিবেদন আন্তর্জাতিক মহলে ব্যাপক সাড়া ফেলে।

এশিয়া অঞ্চলের মর্যাদাপূর্ণ সংগঠন সোপা প্রতি বছর বস্তুনিষ্ঠ ও মানসম্পন্ন সাংবাদিকতাকে সম্মাননা দিয়ে থাকে।