শেয়ার বিজ ডেস্ক:যুক্তরাষ্ট্রের প্যাকেজ ফুড কোম্পানি ক্যাম্পবেল স্যুপ নগদ ২ দশমিক ৩৩ বিলিয়ন বা ২৩৩ কোটি ডলার দিয়ে মাইকেল অ্যাঞ্জেলো ও রাও-এর প্রিমিয়াম সস কোম্পানি সোভোস ব্র্যান্ডসকে কিনছে। খাবার ও পানীয় ব্যবসায় সমৃদ্ধি আনতে নিজস্ব ব্র্যান্ডের সঙ্গে ইতালিয়ান সসকে যুক্ত করছে ক্যাম্পবেল। খবর: রয়টার্স।
সোভোসকে প্রতি শেয়ারের জন্য ২৩ ডলার দেবে ক্যাম্পবেল। এ হিসাবে সোভোসের প্রায় ২৮ শতাংশ শেয়ার এখন ক্যাম্পবেলের।
প্রাথমিক বাণিজ্যে সোভোসের শেয়ার ছিল ২২ ডলার ৪৮ সেন্টর, অন্যদিকে ক্যাম্পবেলের ১ দশমিক ২ শতাংশ কমে দাঁড়ায় ৪৪ ডলার ৫৮ সেন্টে।
ঋণসহ চুক্তিটির মূল্য ২ দশমিক ৭ বিলিয়ন বা ২৭০ কোটি ডলার। ক্যাম্পবেল নতুন ঋণ নেয়ার মাধ্যমে অর্থায়নের পরিকল্পনা করছে।
সাম্প্রতিক প্রান্তিকগুলোয় বিশ্বে খাদ্য ও পানীয় খাতে কয়েকটি অধিগ্রহণ হয়েছে। এর মধ্যে গত মাসে ইউনিলিভার নর্থ উত্তর আমেরিকার হিমায়িত দই ব্র্যান্ড ইয়াসো কিনে নেয়ার ঘোষণা দেয়। এছাড়া মার্স ইনক কেভিন’স ন্যাচারাল ফুড কিনতে রাজি হয়েছে।
সিএফআরএ গবেষণা বিশ্লেষক অরুণ সুন্দরম বলেন, এতে যথেষ্ট অর্থ খরচ হবে, কিন্তু আমরা বিশ্বাস করি এটি একটি কৌশলগত পদক্ষেপ, যা দ্রুতবর্ধনশীল ব্র্যান্ডগুলোর কাছে ক্যাম্পবেলের পোর্টফোলিওকে শক্তিশালী করে তুলবে।
দুই কোম্পানির মধ্যে লেনদেন ডিসেম্বরের শেষ নাগাদ বন্ধ হবে বলে আশা করা হচ্ছে। চুক্তিটি বন্ধ হওয়ার পর দ্বিতীয় বছর থেকে শেয়ার প্রতি সামঞ্জস্য আয় যোগ হবে।
গত মে মাসে ক্যাম্পবেল স্যুপ ফ্ল্যাগস্টোন ফুডসের কাছে অপ্রকাশিত দামে ‘এমেরাল্ড নাটস’ বিক্রি করে দেয়।
ক্যাম্পবেলের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে কোম্পানিটি সর্বোচ্চ আয় করেছিল।
ক্যাম্পবেলের খাবার ও পানীয়র মধ্যে রয়েছে রেডি-টু-সার্ভ স্যুপ, টমেটো জুস, গ্রেভিস ও ডিনার সস। কোম্পানিটির মূল বাজার যুক্তরাষ্ট্র ও কানাডায়।