Print Date & Time : 11 September 2025 Thursday 5:26 am

সোমবার হল্টেড দুই কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার বিক্রি করার মতো কোনো বিনিয়োগকারী পাওয়া যায়নি আজ সোমবার (২২ নভেম্বর)। বেলা দুই ঘটিকা পর্যন্ত কোম্পানি দুইটির শেয়ার বিক্রেতা শূন্য হয়ে পড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্যজানা গেছে।
কোম্পানি দুইটি হলো : সেনা কল্যাণ ইন্স্যুরেন্স এবং একমি পেস্টিসাইডস। জানা গেছে, গতকাল দিন শেষে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৮ দশমিক ১০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে আজ ৩০ টাকা ৯০ পয়সায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০.৯০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর দুই টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে।
অপরদিকে একমি পেস্টিসাইডস : রবিবার একমি পেস্টিসাইডসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭ দশমিক ৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৯ দশমিক ৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯ দশমিক ৩০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর এক দশমিক ৭০ টাকা বা ৯ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে।
শেয়ার বিজ/এসএটি