শেয়ার বিজ ডেস্ক: সোমালিয়ার বেলেডওয়ে শহরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ শহরের একটি রেস্তোরাঁয় হামলায় আহত হন আরও ২০ জন। তবে সোমালি ন্যাশনাল টেলিভিশন ১৮ জন আহতের খবর জানিয়েছে। খবর: আল জাজিরা।
বেলেডওয়ে পুলিশের মুখপাত্র ডিনি রোবেল আহমেদ বলেন, শনিবারের এ হামলায় যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগ বেসামরিক। বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল জাজিরা জানায়, হাসান ধিফ নামের ওই রেস্তোরাঁর খোলা জায়গায় বিস্ফোরণ হয়। সেখানে দুপুরের খাবার খেতে এসেছিলেন অনেক মানুষ। তাদের মধ্যে কয়েকজন রাজনীতিক ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন। প্রত্যক্ষদর্শীরা অনেকের মরদেহ পড়ে থাকতে দেখেছেন। তবে কতজনকে হাসপাতালে নেয়া হয়েছে, সে হিসেব দিতে পারেননি কেউ। সোমালিয়ার পুলিশ ও সরকারি কর্মকর্তারা রেস্তোরাঁয় আত্মঘাতী হামলার বিষয়টি নিশ্চিত করলেও হতাহতের সংখ্যা জানায়নি।
তবে পুলিশ নিশ্চিত করেছে, এটি আত্মঘাতী বোমা হামলা ছিল। দেশটির রাজধানীসহ অনেক জায়গায় প্রায় হামলার ঘটনা ঘটে। মাঝেমধ্যে জঙ্গি গোষ্ঠী আল শাবাব ও আইএস এ ধরনের হামলা করে থাকে। এবারের ঘটনার দায় স্বীকার করেছে আল শাবাব। এ গোষ্ঠীটি সোমালিয়ায় সরকারি স্থাপনা ও বেসামরিক নাগরিকদের ওপর নিয়মিত হামলা চালিয়ে আসছে। গত দুই সপ্তাহে গোষ্ঠীটি আরও দুটি সন্ত্রাসী হামলা চালিয়েছিল।
নিহতদের মধ্যে চলমান পার্লামেন্ট নির্বাচনে অংশ নেয়া এক প্রার্থী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। দেশটিতে গত বছর ১ নভেম্বর পার্লামেন্ট নির্বাচন শুরু হয়। ২৪ ডিসেম্বর এই নির্বাচন শেষ হওয়ার কথা থাকলেও নানা কারণে তা চলতি বছর ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে। নির্বাচন পদ্ধতি অনুযায়ী, বিভিন্ন গোষ্ঠীর নেতারাসহ প্রতিনিধিরা নিন্মকক্ষের সদস্য বেছে নেন।