Print Date & Time : 8 July 2025 Tuesday 9:06 am

সোমালিয়ায় হোটেলে আল-শাবাবের হামলা, নিহত ১০

শেয়ার বিজ ডেস্ক : ফের রক্তাক্ত সোমালিয়ার রাজধানী মোগাদিসু। শুক্রবার (১৯ আগস্ট) রাতে শহরটির  অভিজাত একটি হোটেলে সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছেন আরো অনেকে। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে আল-কায়দার হয়ে কাজ করা সংগঠনটি। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সোমালিয়ার রাষ্ট্রপতি হাসান শেখ মোহামুদ।

জানা গেছে, সোমালিয়ার রাজধানী মোগাদিসুর অদ‚রে অবস্থিত অভিজাত হায়াত হোটেলে হামলা চালায় গোষ্ঠীটি। একটি বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে হোটেল ঢুকে আত্মঘাতী হামলা করে তারা।

সোমালি পুলিশের মেজর হাসান দাহির সিএনএনকে জানিয়েছেন, হামলায় মোগাদিশুর গোয়েন্দা প্রধান ম‚হদিন মহামেদও আহত হয়েছেন।

এদিকে গত রোববার সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় আল শাবাবের ১৩ জন সদস্য নিহত হয়। সেই আক্রমণের বদলা নিতেই মোগাদিসুর হোটেলে হামলা চালিয়েছে সংগঠনটি বলে মনে করছেন বিশ্লে­ষকদের একাংশ।  আল শাবাবকে রুখতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মে মাসে সোমালিয়ায় সেনা পাঠান।