শেয়ার বিজ ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে জঙ্গিদের আত্মঘাতী গাড়িবোমা ও বন্দুক হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। এ সময় হোটেলে ভেতরে অন্তত ২০ জনকে জিম্মি করে রেখেছিল। জঙ্গিগোষ্ঠী আল শাবাব হামলার দায় স্বীকার করেছে। খবর রয়টার্স, বিবিসি।
পুলিশের ডিস্ট্রিক্ট প্রধান আব্দি বশির জানান, বুধবার রাতে এক আত্মঘাতী হামলাকারী দক্ষিণ মোগাদিসুর পশ হোটেলের প্রবেশপথে গাড়িবোমা বিস্ফোরণ ঘটায়। এর পরপরই একদল বন্দুকধারী জঙ্গি হোটেল-সংলগ্ন পিৎজা হাউজ রেস্তোরাঁয় হামলা চালিয়ে ২০ জনকে জিম্মি করে। বৃহস্পতিবার সকালে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ প্রধান জানান, পিৎজা হাউজে কয়েক ঘণ্টা জিম্মিদের আটকে রাখার পর মধ্যরাতে সেখানে অভিযান চালায় সোমালি নিরাপত্তা বাহিনী। অভিযানে পাঁচ বন্দুকধারী নিহত হয়। তিনি জানান, ‘আমরা হোটেলটির নিয়ন্ত্রণ নিয়েছি কিন্তু আত্মঘাতী বোমার আঘাতে হোটেলটির অধিকাংশই ধ্বংস হয়ে গেছে।’
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে বেশ কয়েকটি লাশ পড়েছিল, অ্যাম্বুলেন্স এসে লাশগুলো সরিয়ে নেয়। পুলিশ জানায়, পশ হোটেলে চালানো আত্মঘাতী হামলায় যারা নিহত হয়েছে তাদের অধিকাংশই নারী এবং তারা হোটেলটির কর্মচারী।
আল শাবাবের সামরিক মুখপাত্র আব্দিয়াসিস আবু মুসাব বলেন, ‘গাড়িবোমা নিয়ে পশ হোটেলে বিস্ফোরণ ঘটিয়ে এক মুজাহিদ (যোদ্ধা) শহীদ হয়েছেন।