Print Date & Time : 2 August 2025 Saturday 10:00 am

সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ২০২২ সালের জন্য ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়, এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক। সভায় ব্যাংকের নাম সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিবর্তে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন। সভায় ভাইস চেয়ারম্যান মো. সাঈদুর রহমান, পরিচালকরা, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম, শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান, বিভিন্ন বিধিবদ্ধ প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উল্লেখযোগ্য শেয়ারহোল্ডার অংশ নেন। বিজ্ঞপ্তি