সোশ্যাল ইসলামী ব্যাংকে ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ব্যবসা পর্যালোচনা সভা গত শনিবার প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে অংশ নেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম সভায় সভাপতিত্ব করেন। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম ও আবু রেজা মো. ইয়াহিয়া, উপব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক, মো. সামছুল হক ও মুহাম্মদ ফোরকানুল্লাহসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান এবং ব্যাংকের শাখাগুলোর ব্যবস্থাপকরা সভায় অংশ নেন। বিজ্ঞপ্তি