Print Date & Time : 19 August 2025 Tuesday 7:30 pm

সোয়ারীঘাটে জুতার কারখানায় আগুনে ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোয়ারীঘাট এলাকায় একটি জুতার কারখানায় আগুন লেগে অন্তত পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২জন।

ঢাকা বিভাগের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দিনমনি শর্মা জানান, আজ শুক্রবার রাত ১টায় ওই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট টানা ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কারখানাটিতে মূলত জুতার সোল তৈরি হতো। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে কারখানাটিতে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। নিহত পাঁচজন ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাইউম জানান, এ ঘটনায় পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের নাম পরিচয় এখনো যানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।