Print Date & Time : 6 September 2025 Saturday 11:49 am

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

শেয়ার বিজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিদ্দিক মিয়া (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ২৮ এপ্রিল মক্কায় সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। সিদ্দিক কিশোরগঞ্জের পাকুন্দিয়ার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কুমরী বড়বাড়ী গ্রামের হাইছু মিয়ার ছেলে। তিনি সৌদি আরবের মক্কা নগরী ইশারা ছিত্তিনে একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। সূত্র: ঢাকা পোস্ট।

সিদ্দিক মিয়ার পরিবার সূত্রে জানা গেছে, কোম্পানির কাজে যাওয়ার সময় গত ২৮ এপ্রিল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সিদ্দিক। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করালে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিদ্দিক মিয়া দুই ছেলেসন্তানের জনক। বেশ কয়েক বছর ধরে তিনি প্রবাসে আছেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ছিদ্দিক মিয়ার আত্মার শান্তি কামনা করছি ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।