সৌদি আরবের প্রবৃদ্ধি বেড়েছে ৩.৯ শতাংশ

শেয়ার বিজ ডেস্ক: সৌদি আরবের তেলবহির্ভূত অর্থনৈতিক প্রবৃদ্ধি চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) ৩ দশমিক ৯ শতাংশ বেড়েছে। খবর: আরব নিউজ।

দেশটির জেনারেল অথরিটি ফর স্ট্যাটিটিকস (গ্যাস্ট্যাট) জানিয়েছে, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে সৌদি আরবের তেলবহির্ভূত খাত, সরকারি সেবাগুলো ও তেলশিল্পের প্রবৃদ্ধি বেড়েছে যথাক্রমে ৫ দশমিক ৮ শতাংশ, ৪ দশমিক ৯ শতাংশ ও ১ দশমিক ৩ শতাংশ।

একই ধারা দেখা গেছে এপ্রিলেও। রিয়াদ ব্যাংক সৌদি অ্যারাবিয়া পারচেজিং ম্যানেজারসের সূচক (সাবেক এসঅ্যান্ড গ্লোবাল সৌদি অ্যারাবিয়া-পিএমআই) অনুযায়ী, এপ্রিলে সূচক বেড়ে দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৬ শতাংশে, যা মার্চে ছিল ৫৮ দশমিক ৭ শতাংশ।

এর আগে ফেব্রুয়ারিতে সূচক অবস্থান করে ৫৯ দশমিক ৮ শতাংশে, যা আট বছরের মধ্যে সর্বোচ্চ।

তবে পরিসংখ্যান বিভাগের প্রতিবেদনে দেখা গেছে, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের প্রথম প্রান্তিকে মোট দেশজ প্রবৃদ্ধি (জিডিপি) কমেছে ১ দশমিক ৩ শতাংশ।মূলত তেল উৎপাদন কমে যাওয়ায় জিডিপি কমেছে।

এ সময় তেল উৎপাদন কমে ৪ দশমিক ৮ শতাংশ। একই সময় তেলবহির্ভূত খাত ও সরকারি

সেবা কার্যক্রম বাড়ে যথাক্রমে ১ দশমিক ৫ শতাংশ ও ১ দশমিক ১ শতাংশ।

গত বছরের শেষ প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৪ শতাংশ। এ সময় তেলবহির্ভূত ও তেলশিল্পের প্রবৃদ্ধি বাড়ে যথাক্রমে ৬ দশমিক ২ শতাংশ ও ৬ দশমিক ১ শতাংশ। ২০২১ সালের তুলনায় এ সময় সরকারি সেবা কার্যক্রম বাড়ে ১ দশমিক ৮ শতাংশ।

গত বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিল এক পূর্বাভাসে জানিয়েছিলন, ২০২৩ সালে সৌদি আরবের অর্থনৈতিক প্রবৃদ্ধি শূন্য দশমিক ৫ থেকে ৩ দশমিক ১ শতাংশ বাড়তে পারে।

তবে সংস্থাটি ২০২৪ সালে সৌদির অর্থনৈতিক প্রবৃদ্ধি শূন্য দশমিক ৩ শতাংশ থেকে ৩ দশমিক ১ শতাংশের মধ্যে থাকবে বলে জানিয়েছে।