’ সৌদি আরবের ৫০০ সেনা হত্যার দাবি হুথির

শেয়ার বিজ ডেস্ক: সীমান্তে সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনীর ওপর বড় ধরনের হামলা চালিয়ে গত কয়েক দিনে সৌদি আরবের ৫০০ সেনাকে হত্যা করেছে বলে দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। এছাড়া আরও দুই হাজারের বেশি সৌদি সৈন্যকে আটক এবং সেনাবাহিনীর সামরিক যানবাহন জব্দ করেছে বলে গত রোববার এক সংবাদ সম্মেলনে দাবি করেছে তারা। খবর রয়টার্স।
সংবাদ সম্মেলনে সৌদি আরবের আটক সেনা ও সামরিক যানবাহনের ছবি এবং ভিডিও প্রদর্শন করা হয়। তবে সৌদি আরবের এ সেনাদের শরীরে ইউনিফর্ম ছিল না। হুথিদের এই দাবির ব্যাপারে সৌদি আরব এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য জানায়নি।
ভিডিওতে দেখা যায়, সৌদি-ইয়েমেন সীমান্ত অঞ্চল থেকে হুথিরা প্রায় দুই হাজারের মতো সৌদি সেনাকে বন্দি করেছে। পাশাপাশি এতে সৌদি আরবের জব্দ করা বেশ কিছু সামরিক সরঞ্জামও দেখানো হয়। গত কয়েক দিনে এসব সেনাকে বন্দি করা হয়েছে বলে দাবি ইরান-সমর্থিত হুথিদের।
সংবাদ সংস্থা এপি জানায়, ভিডিওটিতে পার্বত্য এলাকায় সম্ভাব্য সৌদি সেনাবহরে হুথিদের হামলার চিত্রও দেখা যায়। এতে সৌদি সেনার পোশাক পরিহিত আহত বেশ কিছু মানুষজনকেও দেখা যায়, তারা নিজেদের সৌদি বলে পরিচয় দিচ্ছিল। এদিকে রিয়াদের পক্ষ থেকে এমন কোনো হামলা বা সেনা আটকের কথা স্বীকার করা হয়নি। এছাড়া বিভিন্ন সংস্থা হুথিদের এ দাবিতে সন্দেহ প্রকাশ করছে। বিবিসির এক শিরোনামে বলা হয়, ‘হুথি বিদ্রোহীদের ভিডিওচিত্রটি সৌদি সেনা আটকের দাবি প্রমাণে ব্যর্থ।’ স্বাধীনভাবে হুথি গোষ্ঠীর দাবি যাচাই করারও সুযোগ নেই।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক কর্মকর্তারাও হুথিদের এ দাবি যথার্থ কি না, তা নিয়ে সংশয়ে আছে। এটি হুথিমিত্র ইরানের একটি কারসাজি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।