শেয়ার বিজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ডিজিটাল পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল সৌদি আরবে প্রাথমিক পর্যায়ে এক কোটি ডলার বিনিয়োগ করবে এবং এ খাত থেকে বছরে পাঁচ কোটি ডলার রাজস্ব আয় হবে বলে আশা করা হচ্ছে। খবর: আরব নিউজ।
সৌদি আরবে নেটওয়ার্ক ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল আজিজ আল-দাহমাশ আরব নিউজকে বলেন, আমরা প্রাথমিক স্তরে এই এক কোটি ডলারের পুরোটা ব্যবহার করার ব্যাপারে আশাবাদী। এর অর্ধেক অর্থ দিয়ে এরই মধ্যে প্রযুক্তি প্ল্যাটফর্মের উন্নয়ন ও ক্লাউডভিত্তিক সেবাদান শুরু করেছি, যা সৌদিতে প্রথম।
তিনি আরও বলেন, আমরা বছরে পাঁচ কোটি ডলার আয়ের আশা করছি। আমরা এরই মধ্যে এখানে কিছু রাজস্ব আদায় করেছি এবং নতুন গ্রাহক যুক্ত করছি। চলতি বছরের তুলনায় আগামী বছর রাজস্ব আয় দ্বিগুণ হবে।
নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল সম্প্রতি সৌদিতে একটি অফিস চালু করেছে এবং দেশটিতে আরও কর্মী নিয়োগ দেয়ার পরিকল্পনা করছে।
আল-দাহমাশ বলেন, আমরা প্রাথমিক পর্যায়ে ৩০ কর্মীকে ছয় থেকে ১২ মাসের জন্য নিয়োগ দেব এবং মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষ ব্যবসাকেন্দ্রে হয়ে উঠব। আমরা প্রাথমিকভাবে মোট কর্মীর ৬০ শতাংশ সৌদি থেকে নেব। আমাদের আশা, ব্যবসাটির সম্পূর্ণ ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্বে থাকবেন সৌদি নাগরিকরা। আমরা স্থানীয় প্রতিভা বিকাশে এবং সেরা প্রযুক্তির পেমেন্ট সেবাদানে প্রতিশ্রæতিবদ্ধ।
নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আমিরাতে চলতি বছর প্রথম প্রান্তিকে ৩৩ শতাংশ প্রবৃদ্ধি করে। গত বছর তাদের রাজস্ব আয় বাড়ে ২২ শতাংশ।
‘আমরা প্রতিনিয়ত ভোক্তাব্যয়ের উন্নতির পাশাপাশি আমিরাতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্রেতার সংখ্যা বাড়তে দেখছি,’ বলেন নেটওয়ার্ক ইন্টারন্যাশনালের গ্রæপ সিইও নন্দন মের। তিনি আরও বলেন, ‘আমরা সৌদি আরবে প্রবেশ করতে পেরে গর্বিত বোধ করছি। আমাদের বিদ্যমান সব সুবিধা এই দেশে চালু করা হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা কয়েক বছর ধরে দেশটিতে প্রবেশে চেষ্টা করেছিলাম, তবে কভিড-১৯ মহামারির কারণে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় ও অন্যান্য বিধিনিষেধের কারণে তা সম্ভব হয়নি।’
মধ্যপ্রাচ্যের নেটওয়ার্ক ইন্টারন্যাশনালের সবচেয়ে বড় বাজার ইউএই ও জর্ডানে। এ অঞ্চলের বাইরে তাদের সেবা বিস্তৃত রয়েছে আফ্রিকা মহাদেশের ৪০টি দেশে, এখানে তাদের বড় বাজার মিসর, নাইজেরিয়া ও দক্ষিণ আফ্রিকা।