Print Date & Time : 27 August 2025 Wednesday 11:50 pm

সৌদি আরবে বিশ্বকাপের সম্প্রচার বন্ধ

শেয়ার বিজ ডেস্ক : ফিফা ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখিয়েছে সৌদি আরব। কিন্তু সেই ম্যাচ দেখতে পারেননি সে দেশের মানুষ। দেশটির সরকার কাতারভিত্তিক একটি স্ট্রিমিং পরিষেবার সম্প্রচার বন্ধ করে দেয়ার কারণে বিশ্বকাপের
কোনো ম্যাচ দেখতে পারছেন না ফুটবল ভক্তরা। খবর: বিবিসি।

কাতারভিত্তিক সম্প্রচারকারী বিইন স্পোর্টসের মালিকানাধীন টড টিভির সৌদি আরবে বিশ্বকাপের ২২টি ম্যাচ ফ্রি-টু-এয়ার সম্প্রচারের কথা ছিল। কিন্তু বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের ঘণ্টাখানেক আগে সৌদি আরবে ওই চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে যায়।

সৌদি আরবের গণমাধ্যম বিষয়ক মন্ত্রণালয় দর্শকদের জানিয়েছে, স্ট্রিমিং পরিষেবাটি নিয়ম লঙ্ঘন করায় তাদের সম্প্রচার বন্ধ রাখা হয়েছে। টড টিভি বিজ্ঞাপনদাতাদের জানিয়েছে, বিভ্রাটের সম্মুখীন হওয়ায় বর্তমানে তাদের পরিষেবাটি বন্ধ রয়েছে। একই সঙ্গে দর্শকদের তারা জানিয়েছে, বর্তমান পরিস্থিতি ও সমস্যাগুলো তাদের নিয়ন্ত্রণের বাইরে।

২০১৭ সালে কাতারের সঙ্গে সম্পর্কের অবনতি হয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশরের। ইরানের কিছু উগ্রবাদী সংগঠনকে মদদ দেয়ার অভিযোগ তুলে দোহার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে এই চার আরব দেশ। তখন কাতারের সম্প্রচারকারী সংস্থাকে নিষিদ্ধ করা হয়। এজন্য সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কাতার। নানা কূটনৈতিক টানাপড়েনের পর গত বছর সেই নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব। তবে নিষেধাজ্ঞা তুলে নিলেও বিশ্বকাপের সম্প্রচার নিয়ে আবার শুরু হয়েছে বিতর্ক।

সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী চলতি সপ্তাহে বিশ্বকাপ আয়োজন উপলক্ষে কাতারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের ওপর গুরুত্ব দেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা প্রতিবেশী দুই দেশ, আমাদের নিজস্ব সমস্যা থাকলেও তা সমাধানে আন্তরিক আমরা। দেশ দুটির শাসকরা একসঙ্গে বিশ্বকাপের দুটি খেলাও দেখেছেন বলে জানান ক্রীড়ামন্ত্রী।

কিন্তু খেলা দেখতে না পেরে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় বিরক্তি প্রকাশ করছেন সৌদি আরবের ফুটবল ভক্তরা। সম্প্রচার বন্ধের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বিইন।