Print Date & Time : 30 August 2025 Saturday 8:37 pm

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবক নিহত

প্রতিনিধি, ময়মনসিংহ: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মাহফুজ আহম্মেদ বাবু (২৩) নামে এক প্রবাসী বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।

নিহত মাহফুজ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের চরমাদাখালি গ্রামের মোঃ ইব্রাহিম হোসেনের ছেলে।

গত সোমবার সৌদি আরবের দাম্মামে স্থানীয় সময় দুপুর ২.২০ এবং বাংলাদেশ সময় বিকাল ৫.২০ টার দিকে এ দুর্ঘটনা হয়।

নিহতের বড় ভাই শরীফ আহমেদ দুর্জয় জানান, আমার ভাই মাহফুজ পেশাগত ড্রাইভার ছিলেন। মঙ্গলবার দাম্মাম আল হাসা মহাসড়কে ২য় শিল্পাঞ্চলে তার গাড়ির দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাহফুজ মারা যায়। এসময় গাড়িতে থাকা আরেক বাংলাদেশী মাহফুজের বন্ধু রানা রহমানও আহত হন। তাকে স্থানীয় মেডিকেলে ভর্তি করা হয়েছে।

মাহফুজের মরদেহ দাম্মাম মেডিকেল কমপ্লেক্স মর্গে রাখা হয়েছে।